লেখাপড়াশিক্ষাপ্রতিষ্ঠান

রূপসায় নতুন ক্লাসের নতুন বই পেয়ে প্রাথমিক শিক্ষার্থীদের আনন্দ উল্লাস।

শহিদুল্লাহ্ আল আজাদ.

স্টাফ রিপোর্টারঃ

খুলনা জেলার রূপসা উপজেলায় ১ জানুয়ারি ২০২৫ আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল – ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। এ প্রদিপাদ্য সঙ্গে নিয়ে প্রাথমিক স্তরের বই বিতরণ অনুষ্ঠিত হয়। এ দিনে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরে, নতুন ক্লাস, নতুন বই পেয়ে  আনন্দ উল্লাস করতে থাকে।

সারা দেশের ন্যায় সমগ্র রূপসায় ৬৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৩৫ টি বেসরকারী প্রাথমিক, কিন্ডারগার্ডেন, এক যোগে বই বিতরণী উদ্বোধন উপলক্ষ্যে রূপসা উপজেলা সদরস্থ কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।

 

এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী। উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- ইনেসট্রাক্টর কাজী এহতেশামুল হক, এসএস আলী আকবর, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ রানা, এসএমসির সদস্য শিক্ষক মো. আমিনুল ইসলাম, অভিভাবক সভাপতি শিক্ষক এসকে কুদরত আলী, প্রমুখ।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাবানা। বই বিতরণ অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীর ভিড় ছিল চোখে পড়ার মত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button