
নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
শহিদুল্লাহ্ আল আজাদ.
স্টাফ রিপোর্টারঃ
খুলনা জেলায় রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড নৈহাটি মধ্য পাড়া নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক হাফেজ মাওঃ ক্বারি সালমানের সঞ্চালনায় বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতিঃ তারেক আহমদ টিপু, প্রধান উপদেষ্টা মোঃ আঃ রহিম কাজি, মাদ্রাসা কমিটির সেক্রেটারি মোঃ লিয়াকত আলী খাঁন, মোঃ কামরুল ইসলাম খাঁন, রূপসা মটর সাইকেল ইউনিয়নের নব নির্বাচিত সাধারণ সম্পাদকঃ মোঃ রাশেদুজ্জামান রাকিব।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওঃ হাবিবুর ইসলাম বেলালী, মাওঃ আবু হাসান, মাওঃ আঃ রহমান, মোঃ ইসরাফিল হক, মোঃ শাহরিয়ার আজাদ রাব্বি।
প্লে শ্রেণীতে সর্বোচ্চ মার্ক পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন ৪জন, মোঃ ইয়াকুব, মোসাঃ মাইশা মনি, মোসাঃ তাসনিম আক্তার, মোসাঃ সুমাইয়া, ২য় স্থান মোসাঃ সাইমা সানাম তুবা, ৩য় স্থান মোঃ সিয়াম।
নার্সারি শ্রেণীতে একই মার্ক পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন এস এম রাফসান, মোঃ যুবায়ের, মোঃ সামিউল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম আমিন, মোসাঃ ফাতেমা খানম। ২য় স্থান মোঃ রাফিন মল্লিক, মোসাঃ হুমায়রা খান, মোসাঃ সোহানা আক্তার ইলামনি, ৩য় স্থান আনিশা রহমান।
প্রথম শ্রেণীতে প্রথম স্থান মোঃ ইয়াসিন আরাফাত, ২য় স্থান মোঃ রাকিবুল ইসলাম মোসাঃ শ্রাবণী আক্তার, ৩য় স্থান মোঃ আমির হামজা।
২য় শ্রেণীতে প্রথম স্থান মোসাঃ মেহেরুন্নেছা, ২য় স্থান মোঃ আরফিন খান, ৩য় স্থান মোসাঃ সাইমা সুলতানা।
৩য় শ্রেণীতে প্রথম স্থান মোসাঃ সানজিদা জামান, ২য় স্থান মোসাঃ জান্নাতুল, ৩য় স্থান মোসাঃ সুরমা আক্তার সামিয়া
৪র্থ শ্রেণীতে প্রথম স্থান মোসাঃ মারিয়া মিথিলা, ২য় স্থান মোসাঃ আনিকা আক্তার, ৩য় স্থান মোঃ আব্দুল্লাহ খান।
উল্লেখ্য ২০২৪ ইংরেজি বর্ষে মাদ্রাসার বিদায়ী শিক্ষার্থী
৫ম শ্রেণীতে প্রথম স্থান মোসাঃ সাইমা খাতুন, ২য় স্থান মোসাঃ আরজু মুনি, ৩য় স্থান মোঃ ইয়ামিন ইমরোজ রোমান ৪র্থ মোঃ জুবায়ের সরদার হামিন, ৫ম মোঃ ইসরাক ইমতিয়াজ রোহান, ৬ষ্ঠঃ মোসাঃ লামিয়া খাতুন।