জাতীয়দিবস

রূপসায় মহান বিজয় দিবস পালন।

শহিদুল্লাহ আল আজাদ.

স্টাফ রিপোর্টারঃ

 

খুলনা জেলায় রূপসা উপজেলা প্রশাসনের আয়োজন সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়।


সুর্য্যদয়ের সাথে সাথে রূপসা উপজেলা সদরে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একত্রিশ বার তোপধনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সুচনা করা হয়। উপজেলার সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ব শাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তলন, বিজয় মঞ্চে সকাল ৯ টায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকল প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পন করে, সকাল ৯ টা ১৫ মিনিটে বীরশ্রেষ্ট রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লার মাজারে পুস্পস্তবক অর্পন করা হয়, ৯ টা ৩০ মিনিটে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বীরমুক্তিযোদ্ধা, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউট ও গালর্স গাইড এর অংশ গ্রহনে আনিষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলন, বেলুন ও শান্তির প্রতিক পায়রা ওড়ানো হয়।

 

গার্ড অফ অনার প্রদানের অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু। গার্ড অফ অনার প্রদানের নেতৃত্ব দেন রূপসা থানা পুলিশের এস আই জুয়েল। সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধাদের ব্যাচ পরিধান এবং তাদের সন্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়।

এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নিজ ব্যাবস্থাপনায় চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন, হাসপাতাল, এতিমখানা, ও শিশু সদনে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button