কলারোয়া

সাতক্ষীরার কলারোয়ায় আমের বাম্পার ফলন।। কৃষকের মুখে হাসি।

জুলফিকার আলী,

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:

 

সাতক্ষীরার কলারোয়ায় আমের বাম্পার ফলণে কৃষকের মুখে হাসি ফুটেছে। এবার আবহাওয়া অনুকলে থাকলে উপজেলায় ৬৫৫কেক্টর জমিতে লাগানো আম দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তাণী করতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

 

বিদেশে সাতক্ষীরার আম সুস্বাদু থাকায় চাহিদাও অনেক বেশি। সাতক্ষীরা জেলার বৃহত্তম আমের হাট কলারোয়া বাগুড়ি-বেলতলা, এখানে কাচা টক খাওয়ার আম উঠতে শুরু করেছে।

 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া জানান- এবার উপজেলায় ৬৫৫হেক্টর জমিতে আমের আবাদ করা হয়েছে। এর মধ্যে হিমসাগর ৩৩০হেক্টর, ল্যাংড়া ১০৪হেক্টর, আম্রপালি ১৫৬হেক্টর, বারি আম-৪ (১হেক্টর), গোলাপখাস ৫হেক্টর, গোপালভোগ ৫১হেক্টর, গোবিন্দভোগ ২হেক্টর, হাড়িভাংগা ৩হেক্টর ও স্থাণীয় অন্যান্য আম ৩হেক্টরসহ মোট-৬৫৫ হেক্টর জমিতে আমের আবাদ করা হয়েছে।

 

তিনি বলেন- উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলায় ২৯৫০জন চাষী এবার আমের আবাদ করেছেন। তিনি আরো বলেন- এবছর অনুকুল আবহাওয়ায় আম গাছে প্রচুর পরিমাণ গুটি ধরেছে। প্রকৃতিক বিপর্যায়ের উপর কারও কোন হাত থাকে না। তবে বড় ধরণের কোন প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে কলারোয়ায় আম চাষীরা ভালো ফলন পাবেন বলে তিনি

আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button