জাতীয়

নওগাঁর মহাদেবপুরে জাতীয় ভোটার দিবস পালিত-মোট ভোটার ২ লাখ ৬৭ হাজার ৯১৩ জন।

উজ্জ্বল কুমার সরকার,

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহাদেবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় জাতীয় সংসদ-৪৮, নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসন এর সংসদ সদস্য, সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

এ সময় মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, নওগাঁ জেলা পরিষদ এর সদস্য গোলাম নুরানী আলাল প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন।

 

স্বাগত বক্তব্য রাখেন, মহাদেবপুর উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম। তিনি জানান, মহাদেবপুর উপজেলায় বর্তমানে নীট ভোটার পুরুষ ১ লাখ ৩৪ হাজার ৬শ’ ৭৭ জন ও মহিলা ১ লাখ ৩৩ হাজার ২শ’ ৩৬ জন। নারী-পুরুষ মোট ২ লাখ ৬৭ হাজার ৯শ’ ১৩ জন। এছাড়া ১৮ বছরের নীচে তালিকাভূক্ত করা হয়েছে পুরুষ ৩ হাজার ৭০ জন ও মহিলা ১ হাজার ৯শ’ ৯৫ জন সহ মোট ৫ হাজার ৬৫ জন। স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে ২ লাখ ১১ হাজার ৬শ’ ৭২ জনের এবং বিতরণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮শ’ ১৮্ জনের মাঝে।

 

নতুন ভোটার হয়েছেন ১৭ হাজার ৩শ’ ৭২ জন। ভোটারের ঠিকানা স্থানান্তর করা হয়েছে ৩ হাজার ৫শ’ ৩১ জনের। জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হয়েছে ১ হাজার ৭শ’ ৭৭ জনের। হারানো জাতীয় পরিচয় পত্র নতুন করে দেয়া হয়েছে ১ হাজার ১শ’ ২৩ জনকে।

শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রদক্ষিণ করে।

এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম বলেন, বর্তমান সরকারের আমলে সঠিক ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে ভোট পরিচালনা করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button