স্বাস্থ্য ও জীবনযাপন

পটুয়াখালীর বাউফলে একসাথে স্বাভাবিকভাবে পাঁচ সন্তানের জন্ম।

শহিদুল্লাহ আল আজাদ.

স্টাফ রিপোর্টারঃ

বরিশালে একসাথে স্বাভাবিকভাবে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। ৬ অক্টোবর সোমবার দুপুরে বরিশাল অ্যাডভোকেট হেমায়েতউদ্দিন ডায়াবেটিক হাসপাতালে এ বিরল ঘটনাটি ঘটে। তথ্য সুত্রে জানা গেছে, বরিশালের পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠি গ্রামের সোহেল হাওলাদারের স্ত্রী লামিয়া আক্তার (২২) স্বাভাবিক ভাবে তিন ছেলে ও দুই মেয়েসন্তানের জন্ম দেন।

বিয়ের পাঁচ বছর পর একসঙ্গে পাঁচ সন্তানের জন্মে খুশিতে ভাসছেন মা ও পরিবার। লামিয়া আক্তার জানান, তারা ধারণা করেছিলেন তার গর্ভে তিন সন্তান রয়েছে। কিন্তু জন্মের পর চিকিৎসকরা জানান, তিনি পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু জাফর বলেন, ডা. মশিউর রহমানের তত্ত্বাবধানে লামিয়া আক্তারকে ভর্তি করা হয়।

পরে ওটিতে স্বাভাবিকভাবে পাঁচ সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে নবজাতকদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইনকিউবেটরে রাখা হয়েছে। আপাতত মা ও পাঁচ শিশু সুস্থ আছেন। এদিকে একসঙ্গে পাঁচ সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা হাসপাতালে ভিড় করেন। এলাকায়ও বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button