অন্যান্য সংবাদকলারোয়াস্বাস্থ্য ও জীবনযাপন

কলারোয়ায় ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মশালা।

দেলোয়ার :

কলারোয়া প্রতিনিধি :

 

কলারোয়ায় ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত। জলবায়ু পরিবর্তন একটি ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। এই পরিবর্তনের ফলে মানুষের স্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। বিশেষ করে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে এই প্রভাব আরও বেশি প্রকট। জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাবের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর অধীনে “জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প” বাস্তবায়িত হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।

তারই ধারাবাহিকতায় গত সোমবার ৮ সেপ্টেম্বর থেকে শুরু করে,বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০ টায় কলারোয়া শ্রীপতিপুর উন্নয়ন পরিষদ (উপ) অডিটোরিয়ামে ব‍্যাক স্বাস্থ্য কর্মসূচি যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প এর আওতায় ৪ দিন ব্যাপী কর্মশালা শেষ হয়।কর্মসূচি আয়োজন ও অবহিতকরণ সভার মূল উদ্দেশ্য ছিল—জলবায়ু পরিবর্তনের প্রভাব স্বাস্থ্য ঝুকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা আবাসিক মেডিকেল অফিসার বাপ্পী কুমার দাসের সভাপতিত্বে ব্রাক হেলথের জেলা ব্যবস্থাপক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির।


এছাড়া জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মশালায় ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রণ প্রজেক্টের প্রোগ্রাম অফিসার সামিয়া সুলতানা,ব্র্যাকের ওসিসিএইচ অমিত সরকার, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মশালার এফও লতাশ্রী রায় (বিএসপি- টিবি) আনারুল ইসলাম, রেশমা খাতুন, পৌরসভার অফিস সহকারি কর্মকর্তা, কমিউনিটি হেলথ ওয়ার্কার সদস্য ,এনজিও প্রতিনিধি,ইমাম,সেচ্ছা সেবক,রেড ক্রিসেন্ট সোসাইটি,স্বাস্থ্য সহকারি, স্কুল শিক্ষক, ও জন প্রতিনিধি কর্মশালায় ১টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নের ১১৭জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

কর্মশালায় জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যের উপর ঝুঁকি যেমন সকল প্রকার দুর্যোগ মোকাবেলা, উচ্চ তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা, অতিবৃষ্টি, ও গর্ভবতী নারী,শিশু স্বাস্থ্য, প্রতিবন্ধী, মারাত্মক ডায়রিয়ায় আক্রান্ত, ডায়াবেটিস,ইত্যাদি’র স্বাস্থ্য বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় ‘যা বাস্তবায়নের জন্যেও অংশগ্রহণকারীদেরকে নিয়ে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button