
সফলভাবে সম্পন্ন হলো আমরা ক’জন সেবক এর রাফেল ড্র পুরস্কার বিতরণী।
নুরউল্লাহ হোসেন
ঢাকা:
উপকূলীয় সংগঠন ‘আমরা ক’জন সেবক’ আয়োজিত রাফেল ড্র: ইভটিজিং ও মাদকমুক্ত সমাজ গঠনে ব্যতিক্রমী উদ্যোগ।সাতক্ষীরা শ্যামনগরে ইভটিজিং ও মাদক থেকে যুবসমাজকে দূরে রাখার মহৎ লক্ষ্যে উপকূলীয় অরাজনৈতিক সংগঠন ‘আমরা ক’জন সেবক’ এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনটি সম্প্রতি একটি রুচিশীল বিনোদনমূলক রাফেল ড্রয়ের আয়োজন করে এবং আজ সেই আয়োজনের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ‘আমরা ক’জন সেবক’-এর “লাকি সেবক”-দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ আব্দুর রশিদের অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরার সুনামধন্য প্রতিষ্ঠান কনফিডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের, প্রিন্সিপাল জনাব মোতাসিম বিল্লাহ।
অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন ‘আমরা ক’জন সেবক’-এর ১০ নম্বর আটুলিয়া ইউনিয়ন সভাপতি মাসুদ রানা। তার ঐকান্তিক প্রচেষ্টায় সংগঠনটি কেবল তার নিজস্ব এলাকার গণ্ডি পেরিয়ে এখন জেলা শহরেও পরিচিতি লাভ করেছে।
২০২১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ‘আমরা ক’জন সেবক’ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক, হাফেজ আব্দুর রশিদ আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামীতে এই সংগঠন আরও অনেক দূর এগিয়ে যাবে এবং সমাজের কল্যাণে কাজ করে যাবে।
এই ধরনের রুচিশীল বিনোদনমূলক আয়োজন নিঃসন্দেহে যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।