অন্যান্য সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদে চেয়ারম্যান আবু সালেহ বাবুর সংবাদ সম্মেলন :

নুরুল্লাহ:

প্রতিনিধি :

খুলনা, ২৭ মে ২০২৫: খুলনা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা ‘নওরোজ’, অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক খুলনার চোখ’ সহ বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে আজ এক সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান আবু সালেহ বাবু। তার বিরুদ্ধে আনীত ‘আওয়ামী লীগের দোসর’, ‘বাজার সিন্ডিকেট’ এবং ‘জামায়াতে যোগদান’-এর মতো ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, “সম্প্রতি কিছু স্বার্থান্বেষী মহল আমার সুনাম ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে বিভিন্ন গণমাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করেছে। আমাকে ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। আমি কোনো রাজনৈতিক দলের অনুসারী নই, আমি জনগণের সেবক হিসেবে কাজ করি।”
তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে ‘বাজার সিন্ডিকেট’-এর অভিযোগ আনা হয়েছে, যা হাস্যকর। আমি সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছি এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করেছি। বাজার সিন্ডিকেট করে মানুষের ভোগান্তি বাড়ানোর মতো জঘন্য কাজ আমি কখনোই করিনি, ভবিষ্যতেও করব না।”

জামায়াতে যোগদানের অভিযোগ প্রসঙ্গে আবু সালেহ বাবু বলেন, “আমার বিরুদ্ধে জামায়াতে যোগদানের যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, তা আমাকে হেয় প্রতিপন্ন করার একটি গভীর চক্রান্ত। আমি স্পষ্টLভাবে বলতে চাই, আমি কোনো দিনই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না এবং ভবিষ্যতেও থাকব না। আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন মানুষ।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “একটি নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন অত্যন্ত দুঃখজনক। এই ধরনের সংবাদ আমার এবং আমার পরিবারের জন্য মানহানিকর।”

চেয়ারম্যান আবু সালেহ বাবু প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট পত্রিকা ও অনলাইন পোর্টালগুলোকে দ্রুত মিথ্যা সংবাদ প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলেও হুঁশিয়ারি দেন। তিনি সকলের প্রতি আহ্বান জানান, কোনো প্রকার গুজবে কান না দিয়ে সত্য যাচাই করে সংবাদ প্রচারে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button