অন্যান্য সংবাদ

রূপসায় ৫ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ হওয়া আঃ আহাদ শেখের।

‎শহিদুল্লাহ্ আল আজাদ.

‎খুলনা জেলায় রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের গায়সার গাতী গ্রামের মোঃ আঃ সুবহান শেখ এর কনিষ্ঠ পুত্র মোঃ আঃ আহাদ শেখ.(৩০) গত ৭ জুন শনিবার পবিত্র ঈদুল আযহার দিন সন্ধ্যা পর্যন্ত তার মামা আঃ রহমান শেখের পুত্র মোঃ রাকিবের সাথে বাড়ীর পাশের দোকানে বসেছিল বলে জানিয়েছেন তার পরিবার।

উক্ত বিষয়ে রাকিব এর কাছে জানতে চাইলে সে বলে সন্ধ্যা পর্যন্ত আমার সাথে ছিলো ঠিকই তবে এর পর আমি আর কিছু জানিনা। এ দিকে তার নিজস্ব ফোন:-০১৮৮১-৬৩৪০৭৩ এই নাম্বারে ফোন দিয়ে বন্ধ পাওয়া সহ সকল আত্মীয় স্বজনদের বাড়ী ও বিভিন্ন স্হানে খোঁজ নিয়ে তাঁর সন্ধান না পেয়ে রূপসা থানায় অভিযোগ দায়ের করেছেন, তার পিতা মোঃ আঃ সোবহান শেখ। এ দিকে সন্তান ও ভাইয়ের নিখোঁজ হওয়ার সংবাদে দিশেহারা হয়ে পড়েছেন, পিতা, মাতা, ভাই-বোন আত্মীয় স্বজন সহ এলাকাবাসী।

 

এলাকা সহ দেশের সকল মানুষের কাছে আকুল আবেদন এই যে,, কোন স্ব-হ্বদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পায় তহলে তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। পিতাঃ মোঃ আঃ সোবহান শেখ মোবাঃ-০১৪০৬-৯০৬৮১৮/০১৬২৬-৮৭৮৭৬১ ভাই মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button