অন্যান্য সংবাদজাতীয়

বাগেরহাটের রামপালে ফিলিস্তিনের উপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদ।

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত।

 

রাকিবুল ইসলাম সুমন :

বিশেষ প্রতিনিধি :

 

বাগেরহাটের রামপালে ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে বিশ্ব বিবেককে জাগ্রত করতে ঘোষিত বিশ্বব্যাপী হরতাল (Strike) কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে প্রতিবাদী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে রামপালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (৯ এপ্রিল) বুদবার সকাল ১০:৩০ মিনিটের সময় স্ব স্ব স্কুল/মাদ্রাসা থেকে রামপাল উপজেলা বাঁশতলী ইউনিয়ন পরিষদ চত্বরের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে বেশ কয়েকজন শিক্ষক, শিক্ষিকা সচেতন মহলের সাধারণ মানুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে ইসলামাবাদ সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা,ফাতেমাতুজ জোহরা মহিলা দাখিল মাদ্রাসা, চন্ডীতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় সহ আশপাশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক, শিক্ষিকা মন্ডলীবৃন্দ ।

পরে বাঁশতলী ইউনিয়ন পরিষদ চত্বরের সামনে থেকে শুরু করে ইসলামাবাদ বাজার প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা ‘গাজা জ্বলছে, বিশ্ব চুপ কেন?’, ‘ফিলিস্তিনের শিশুরা, রক্ষা পাক’, ‘ইসরাইলি বর্বরতা, বন্ধ কর’সহ সংশ্লিস্ট নানা স্লোগানের ব্যানার ও ফেস্টুন নিয়ে রাস্তায় নেমে আসেন।

এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে ধ্বনিত হয় ‘গাজা ইজ ব্লিডিং’, ‘স্টপ কিলিং ইনোসেন্ট পিপল’, ‘ফ্রি ফিলিস্তিন’সহ নানা প্রতিবাদী স্লোগান। তারা উপজেলা পরিষদের প্রধান ফটক ও পৌর মার্কেটের সামনে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান। এ সময় শিক্ষার্থীরা শুধু ইসরাইলের নৃশংসতার বিরুদ্ধেই নয়, বরং বিশ্ব সম্প্রদায়ের নীরবতারও প্রতিবাদ করে।

পাশাপাশি ইসরাইলি পণ্য বর্জন কর, গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াও- এমন বার্তাও তারা তুলে ধরেন।শিক্ষার্থীরা বলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, শিশু ও নারীদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এসবই এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে। এসময় ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা।

শিক্ষার্থীরা আরো বলেন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। গাজায় ইসরায়েলি বাহিনী নির্বিচারে নারী-শিশুসহ সেখানকার মানুষদের হত্যা করছে। আমরা তা বন্ধের দাবি জানাচ্ছি। পাশাপাশি ইসরায়েলের সব পণ্য বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button