কলারোয়াখেলাধুলা

কলারোয়া টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টে সালিফ রামিনা ক্রীড়া ফাউন্ডেশন ফাইনালে।

শেখ মাহমুদুল হাসান:

কলারোয়া (সাতক্ষীরা)

 

কলারোয়া টিসিসি কাপ টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টে সালিফ রামিনা ক্রীড়া ফাউন্ডেশন ক্রিকেট একাডেমি ব্রজাবকসা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

গতকাল শনিবার (১৮ই জানুয়ারি) সকাল ১১ টায় জি,কে,এম,কে সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে টি,সি,সি কাপ টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট প্রথম সেমিফাইনালে খেলায় টসে জয়লাভ করে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের অধিনায়ক ব্যাট করার সিদ্ধান্ত গ্রহন করে। নির্ধারিত ২০ ওভারে ১৮ ওভারের ৮টি উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে আবু বক্কর ৫২ ,রায়হান ৪৮ রান করেন।

 

সালিফ রামিনা ক্রীড়া ফাউন্ডেশন ব্রজবাকসা ক্রিকেট একাডেমির আবু বকর ২৮ রান দিয়ে ৩ উইকেট, অন্যরা ২ টি করে উইকেট লাভ করেন। জবাবে সালিফ রামিনা ক্রীড়া ফাউন্ডেশন ২০৮ রানের লক্ষে ১৭.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। জয়ী দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করে সংগ্রহ করে রবিউল ইসলাম।

 

সালিফ রামিনা ক্রীড়া ফাউন্ডেশনের ক্রিকেট একাডেমির রবিউল ইসলাম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন। একই মাঠে ২৫ই জানুয়ারি শনিবার দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হবে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট ক্লাব যশোর বনাম সুন্দরবন ক্রিকেট একাডেমি সাতক্ষীরা ।

খেলাটি পরিচালনা করেছেন জাহাঙ্গীর হোসেন ও সাজেদুল করিম তপু । স্কোরার ছিলেন মিজানুর রহমান শুভ।

ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শেখ শাহাজাহান আলী শাহিন মাস্টার আব্দুল ওয়াহাব মামুন। প্রতিদ্বন্দীতাপূর্ন খেলাটি উপভোগ করেন হাজার ক্রিয়া ভক্ত দর্শক বৃন্দ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button