অন্যান্য সংবাদ

রূপসায় নৈহাটী বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি প্রিন্স সম্পাদক মোক্তাদির।

শহিদুল্লাহ্ আল আজাদ.

স্টাফ রিপোর্টারঃ

খুলনার রূপসায় ঐতিহ্যবাহী নৈহাটী বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। ৭ ডিসেম্বর শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতির অস্থায়ী কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ভোট প্রদান করেন ২১৪ জন ভোটার এবং ৭ টি পদের জন্য বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উক্ত নির্বাচন পরিচালনায় করেন, প্রধান নির্বাচন কমিশনার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুল কাদের শেখ, নির্বাচন কমিশনের সদস্য সিনিয়র সাংবাদিক তরুণ চক্রবর্তী বিষ্ণু, মোঃ আসলাম শেখ ও মোঃ বেল্লাল হোসেন।


উক্ত নির্বাচনের ফলাফল বিকাল ৫টার সময় ঘোষণা করা হয়। নির্বাচনে ১৪৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, চেয়ার মার্কা নিয়ে শাহ জামান প্রিন্স. ৭২ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ছাতা মার্কা নিয়ে ইব্রাহিম হোসেন হিবু ও ৭২ ভোট পেয়ে মোমবাতি মার্কা নিয়ে মোঃ ওমর ফারুক, ১২৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল মার্কা নিয়ে মুহাঃ মুক্তাদির বিল্লাহ, ১১৬ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাতি মার্কা নিয়ে এসএম মিকাইল হোসেন, ১১৪ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন গরুর গাড়ী মার্কা নিয়ে মোঃ হাসিব মোল্লা, ১২৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক মাছ মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন মোঃ ওমর আলী ফকির, এছাড়া প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ রনি শেখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button