স্বাস্থ্য ও জীবনযাপন

রূপসা উপজেলা সাস্হ্য কমপ্লেক্সে এইচপিভি টিকা সংক্রান্ত ওয়ার্কসফ সেমিনার সভা অনুষ্ঠিত।

শহিদুল্লাহ্ আল আজাদ.

স্টাফ রিপোর্টারঃ

খুলনা জেলার রূপসা সাস্থ্য কমপ্লেক্সে ২৩ শে অক্টোবর সকাল ১১ টায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ বিষয়ক এইচপিভি টিকা সংক্রান্ত ওয়ার্কসফ সেমিনার সভা উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, রূপসা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ পিকিং শিকদার, সাস্থ্য পরিদর্শক কাজি অহিদুজ্জামন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সামন্তসেনা দারুঃ সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ শফিউদ্দিন নেছারী, বাগমারা আল আকসা মাদ্রাসার সুপার মাওঃ মিজানুর রহমান, তিলক সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মাওঃ মোঃ মাহবুবুর রহমান, চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ জাহাঙ্গীর আলম, এবিসিডি হোসেনপুর মাদ্রাসার মোঃ গোলাম রব্বানী, রূপসা দারুঃ আলিম মাদ্রাসার শেখ মোস্তাক আহমেদ , দেয়াড়া যুহিহাটি আলিম মাদ্রাসার এস এম, মোস্তাফিজুর রহমান, নন্দনপুর দাখিল মাদ্রাসার মোঃ আজীম উদ্দিন, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অশোমন্তধর, কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মোঃ সাইফুল ইসলাম, কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের লক্ষন কুমার শাহা, শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শফিকুল ইসলাম, দেবীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মোঃ বেল্লাল হোসেন, গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মোল্লা মোঃ সাইফুল্লাহ, আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের বিউটি পারভীন, নবীনগর ইসলামিক মিশন মাধ্যমিক বিদ্যালয়ের অশোক কুমার মজুমদার, বেলফুলিয়া ইসলামিয়া মেমরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের রবিদাস মল্লিক, পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের গৌর চন্দ্র ঘোষ, পথরঘাটা আঃ হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বিশ্বজিৎ বসু, জে জে এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মোঃ সেলিম শেখ, ডোবা বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রাজীব মহলী, জে বি এম উচ্চ বিদ্যালয়ের অশোক কুমার দও, শিয়েলী মাধ্যমিক বিদ্যালয়ের হিল্লোল কুমার মল্লিক, তালিমপুর হাজ্বী ইয়াকুব আলী ক্যাডেট মাদ্রাসার মোঃ রফিকুল ইসলাম, সাবরিনা মেমোরিয়াল নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দীপংকর রায়, হোম অব জয় স্কুলের ডেভিড মন্ডল, আনন্দনগর দঃ পাড়া ইসলামীয়া মাদ্রাসার মিজানুর রহমান, বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ আবেদুল ইসলাম, বামনডাঙ্গা সালফিয়া মাদ্রাসার মোঃ জামাল উদ্দীন মোল্লা, মোঃ নকিব উদ্দিন আহমেদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button