
খুলনার ক্ষুদে কারাতে খেলোয়াড়দের গৌরবময় সাফল্য।
শহিদুল্লাহ আল আজাদ.
খুলনা
ঢাকা মিরপুর-১০ এর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গত ১ থেকে ৩ আগস্ট ২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়। ৮ম সোতোকান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ অংশগ্রহণ করে বাংলাদেশ সোতোকান কারাতে দো এসোসিয়েশন কিউকাই, খুলনা শাখার ১৯ জন ক্ষুদে খেলোয়াড়। অংশগ্রহণাকারী খেলোয়াড়দের মধ্যে অনেকে কাতা ও কুমিতে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে ০৬টি স্বর্ণ, ০৩টি রৌপ্য এবং ১৫টি ব্রোঞ্জ পদক অর্জন করেন। খুলনা জেলার তরুণ কারাতে খেলোয়াড়দের এই অর্জন প্রশংসনীয়।
এই সাফল্যের পেছনে রয়েছে সংগঠনের প্রশিক্ষক সিহান মোহাম্মদ আলী ও সেন্সি রফিকুল ইসলাম-এর কঠোর পরিশ্রম ও নিবেদিত প্রশিক্ষণ। উক্ত খেলায়
পদকপ্রাপ্তদের নাম:
১. ওয়ালিদ বিন বাইজিদ সাইম – কাতা (স্বর্ণ), কুমিতে (ব্রোঞ্জ)
২. সাফওয়ান হোসেন – কাতা (ব্রোঞ্জ)
৩. মেহেরাজ হাসান আইয়ান – কাতা (ব্রোঞ্জ)
৪. মাহি আব্দুল্লাহ – কাতা (ব্রোঞ্জ)
৫. নূর ওয়াসিফ আনসারী রাহিল – কাতা (ব্রোঞ্জ)
৬. এস এম ফারজুন ইসলাম ফামিন – কাতা (সিলভার)
৭. রেজোয়ান হাসান রাফি – কাতা (স্বর্ণ, কুমিতে ব্রোঞ্জ)
৮. শাহরিয়ার রাইফু ইসলাম – কাতা (ব্রোঞ্জ)
৯. মেহেদী হাসান সৌরভ – কুমিতে (ব্রোঞ্জ)
১০. মার্শা মাহেরা – কাতা (সিলভার)
১১. আরফা জামান আলিশ্বা – কাতা (ব্রোঞ্জ)
১২. নাইজেলা এঞ্জেল বাড়ৈ – কাতা (স্বর্ণ, কুমিতে স্বর্ণ)
১৩. রোজা ফিরোজ – কাতা (স্বর্ণ)
১৪. ফারিয়া তাবাসুম – কাতা (স্বর্ণ, কুমিতে সিলভার)
১৫. মারজিয়া ইসলাম – কাতা (ব্রোঞ্জ)
১৬. সৈয়দ নাজিফা ফাইরোজ হাই – কাতা (ব্রোঞ্জ)
১৭. আনতারা সামিয়া অরা – কাতা (ব্রোঞ্জ)
১৮. তাবাচ্ছুম আক্তার অথৈ – কাতা (ব্রোঞ্জ)
১৯. দানিন হক – কাতা (ব্রোঞ্জ)।
এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ ও অভিভাবকদের সহায়তা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। সকল খেলোয়াড় ও প্রশিক্ষকদের আন্তরিক অভিনন্দন।