
খুলনা অঞ্চলিক স্কাউটস এর নির্বাহী সভা ও উপ পরিচালকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শেখ মাহমুদুল হাসান:
কলারোয়া সাতক্ষীরা:
১৬/০৪/২৫ খ্রিঃ স্থানীয় rসময় বেলা ১২ঃ০০ টায় যশোর শিক্ষা বোর্ড এর সভা কক্ষে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের নব নির্বাচিত আঞ্চলিক কমিশনার মোঃ আবু হান্নান (এলটি) এর সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের ৬০ তম সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর চেয়ারম্যান ও খুলনা অঞ্চলিক স্কাউটস এর সভাপতি প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম।
আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক সম্পাদক আক্তার হোসেন(এলটি), যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান(উড ব্যাজার) ,সহ-সভাপতি আসাদুল কবীর(এলটি), আ ফ ম আশাফুদৌলা(এলটি), ইদুউজ্জামান ইদ্রিস(এএলটি),নব নির্বাচিত সদস্যবৃন্দ, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলে কর্মরত স্কাউট এক্সিকিউটিভ এবং অনান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য সভার দ্বিতীয় ভাগে খুলনা আঞ্চলিক উপ-পরিচালক মোঃ আব্দুর রশিদ এর বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তিনি খুলনা থেকে রাজশাহী অঞ্চলে বদলী হয়েছেন। আঞ্চলিক স্কাউট সভাপতি,কমিশনার,সম্পাদক ও যুগ্ম সম্পাদক তাদের বক্তব্যে বিদায়ী উপ পরিচালকের সম্পর্কে বলেন খুলনা অঞ্চল একজন দক্ষ পরিচালক , বহুমুখী প্রতিভার অধিকারী, মিষ্টভাষী,সাদা মনের মানুষ ও মূল্যবান রত্ন হারালো ।
সভায় উপস্থিত সকলে বিদায়ী উপ পরিচালকের সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করেন।